Saturday, April 2, 2016

তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয় গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায় মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি মায়ের বুকেতে বনের আদরে ভায়ের স্নহের ছায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়




No comments:

Post a Comment